
ছবিঃ সিএনআই
মোঃ রাশেদ খান মেনন, টাঙ্গাইলঃ টাঙ্গাইল শহরের শিল্পকলা একাডেমী সংলগ্ন দয়াল ক্লিনিক ও হসপিটাল বিল্ডিং এর তৃতীয় তলায় মদিনা হিয়ারিং এন্ড টেষ্ট সেন্টার থেকে র্যাব কর্তৃক আটককৃত এস আর লাভলু নামে এক ভূয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান এ রায় ঘোষণা করেন। এর আগে দয়াল ক্লিনিক ও হসপিটাল বিল্ডিং এর তৃতীয় তলায় মদিনা হিয়ারিং এন্ড টেষ্ট সেন্টার থেকে তাকে আটক করে র্যাব-১২।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, আটক করার পর এস আর লাভলু আমাদের কাছে স্বীকার করে তিনি কোন ডাক্তার না। সে টাঙ্গাইলের নাগরপুর যধুনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। এ ছাড়া তার আর কোন শিক্ষাগত যোগ্যতা নেই। দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে তার নামের শুরুতে সে ডাক্তার পদবী ব্যবহার করেছে। ওই ক্লিনিকে তিনি পাইলস ও নাক কান গলার চিকিৎসা করতো। তার চেম্বারের মালামাল সিভিল সার্জন অফিস জব্দ করেছে। পরে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
নিউজ ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টায় যমুনা-ব্রহ্মপুত্রের পানি বাড়ত...
নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়...
আন্তর্জাতিক ডেস্কঃ ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদা...
আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষ...
মন্তব্য ( ০)