
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও সরবরাহের অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত পৌণে ৯টার দিকে আদমদিঘীর সান্তাহার মিনিবাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া দোকানদার রিপন হোসেন (৪২)। তিনি আদমদিঘী উপজেলার নামাপোতা গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে।
র্যাবের-১২ বগুড়ার দাবি, রিপন তার নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠান হারুন ফোন এন্ড ফ্যাক্স মাল্টিমিডিয়াতে পর্নোগ্রাফি সংরক্ষণ ও সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় রিপনকে গ্রেফতার করে র্যাব। ওই সময় কম্পিউটারের ৫ টি হার্ডডিস্কসহ নানারকম সরঞ্জামাদি জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গ্রেফতার রিপনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের হয়েছে। তাকে রোববার সকালে আদমদিঘী থানাতে হস্তান্তর করা হয়।
এহসান রানা,ফরিদপুরঃ ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান ...
আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও: পাটখড়ি একসময় অবহেলার পন্য হলেও বৈ...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার সোনাতলায় স্ত্রীকে হত্যার দায...
সাভার প্রতিনিধিঃ সাভারে নতুন আনসার ভিডিপি উপজেলা কর্...
মন্তব্য ( ০)