• আন্তর্জাতিক

তিন বছর পর তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

  • আন্তর্জাতিক
  • ১৮ জুন, ২০২২ ২৩:৪১:৩৭

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী সপ্তাহে আঙ্কারা সফর করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই খবর জানিয়েছেন। ২২ জুন এই সফরের তারিখ নির্ধারিত হয়েছে।

২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে রাজতন্ত্রের-সমালোচক সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথমবার তুরস্ক সফরে যাচ্ছেন যুবরাজ মোহাম্মদ। 

সাংবাদিক খাশোগির হত্যার বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের চাপের মুখে পড়েছিলেন সৌদি যুবরাজ। এ ঘটনা নিয়ে তদন্তের জেরে তুরস্কের সঙ্গে সৌদি আরবের সম্পর্কেরও অবনতি হয়। এই হত্যাকাণ্ডের পেছনে যুবরাজয়ের হাত রয়েছে বলেও দাবি করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। 

তবে বর্তমানে অর্থনৈতিক চাপে থাকা তুরস্কও প্রতিবেশী ও আঞ্চলিক পরাশক্তিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এক ঘোষণায় এরদোয়ান জানান, তুরস্ক ও সৌদি আরবের গত কয়েক বছরের তিক্ত সম্পর্ক পিছনে ফেলে এগিয়ে যেতে চান তারা।

আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনরও সৌদি আরব সফরের কথা রয়েছে। তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে সৌদি যুবরাজের আঙ্কারা সফর রাজনৈতিক ও কূটনৈতিক কারণে বিশেষ গুরুত্বপূর্ণ।

 

মন্তব্য ( ০)





  • company_logo