• আন্তর্জাতিক
  • লিড নিউজ

রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারাই ক্ষতিগ্রস্ত: পুতিন

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ১৮ জুন, ২০২২ ২৩:৩৭:২২

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার ওপর পশ্চিমারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা স্রেফ ‘পাগলামি ও নির্বুদ্ধিতা’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় পুতিন আরও বলেছেন, “প্রথম থেকেই রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সফল হওয়ার কোন সম্ভাবনা ছিল না। এই ধারণাটি পরিষ্কার ছিল যে রাশিয়ার অর্থনীতিকে চূর্ণবিচূর্ণ করতেই তারা এমন উদ্যোগ নেয়। স্পষ্টতই, এমন কিছু ঘটেনি।তারা সফল হয়নি।”

ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন তার রাজনৈতিক নিরপেক্ষতা হারিয়েছে বলেও অভিযোগ করেছেন পুতিন। এর ফলে ইউরোপের দেশগুলোতেই মুদ্রাস্ফীতি বেড়েছে এবং এই বৈষম্য আরও বাড়বে বলেও সতর্ক করেছেন তিনি।

পুতিন বলেন, পশ্চিমা দেশগুলি এখনও রাশিয়াকে শাস্তি দিতে ও তাদের অর্থনীতি রক্ষার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ইউরোপের মানুষদের প্রকৃত স্বার্থগুলিকে পাশ কাটিয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞাগুলো তাদের জন্যই ‘বেশি ক্ষতিকারক’।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়নের ৪ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে বলেও পুতিন দাবি করেছেন। মস্কোর উপর নিষেধাজ্ঞাই ইউরোপে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট তৈরি করেছে বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট। স্নায়ুযুদ্ধের পর তারা নতুন পরাশক্তিদের উত্থানকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা করেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo