
প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে উপজেলার অর্জুনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো বরুড়া পৌর এলাকার অর্জুনতলা গ্ৰামের জগবন্ধুর ছেলে গোপাল চন্দ্র (১২) ও সূর্য লাল পালের ছেলে শিপ্ত পাল (৯)।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল ইসলাম সোহেল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশু মৃত্যুবরণ করে। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
স্থানীয় ব্যক্তিরা জানান, গোপাল চন্দ্র ও শিপ্ত পাল দুপুর ১২টার দিকে একসঙ্গে খেলতে যায়। একপর্যায়ে তারা পুকুরের পানিতে নামলে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খুঁজতে বের হলে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় পায়। তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত পরে জানাব।
নিউজ ডেস্কঃ ৫জির যুগে প্রবেশ করতে যাচ্ছে ভারত। এ উদ্দেশ্য...
নিউজ ডেস্কঃ স্কুলপড়ুয়া ৭৫০ শিক্ষার্থীর তৈরি একটি ক্ষুদ্র...
নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে দুই দ...
রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ায় নির্মাণা...
মন্তব্য ( ০)