• তথ্য ও প্রযুক্তি

দূরবীন ছাড়াই একসঙ্গে দেখা যাবে ৫টি গ্রহ

  • তথ্য ও প্রযুক্তি
  • ০৬ জুন, ২০২২ ০১:২৪:১১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুন মাসে এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীবাসী। ভোরের আকাশ একসঙ্গে দৃশ্যমান হতে যাচ্ছে সৌরজগতের পাঁচটি গ্রহ।

ঠিক সূর্যোদয়ের আগে পূর্ব দিগন্তে উদিত হবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। দূরবীন বা টেলিস্কোপের সাহায্য ছাড়াই খালি চোখেই তাদের দেখার সুযোগ রয়েছে। 

জ্যোতির্বিজ্ঞানের ভাষায় দুই থেকে তিনটি গ্রহ একসঙ্গে দেখা দেওয়ার ঘটনাকে বলা হয় কনজাঙ্কশন। তবে একসঙ্গে পাঁচটি গ্রহ দৃশ্যমান হওয়ার ঘটনা সত্যিই বিরল। শেষবার এই পাঁচটি গ্রহ সারিবদ্ধ দেখা গেছে ২০০৪ সালের ডিসেম্বরে।

যদিও সারা জুলাই মাস এই ধরেই গ্রহগুলো একই অবস্থানে থাকবে। তবে দিনের বেলায় তাদের দেখা পাওয়া কঠিন হতে পারে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ ও ৪ জুন এই গ্রহগুলোকে দেখা যেতে পারে। এর পর ২৪ জুন সবচেয়ে স্পষ্ট হবে তাদের অবস্থান।

ভোরের আকাছে প্রায় এক ঘন্টাব্যাপী দৃশ্যমান হবে পাঁচটি গ্রহ। বুধ আকাশে সবচেয়ে উজ্জ্বল থাকায় এটিকে সনাক্ত করা সহজ হবে। এছাড়াও শুক্র ও মঙ্গল গ্রহ অর্ধচন্দ্রের মত বক্ররেখা বরাবর তার পাশেই অবস্থান করবে। কিছুটা দূরত্ব রেখে অবস্থান করবে বৃহস্পতি এবং শনি।

মন্তব্য ( ০)





  • company_logo