• তথ্য ও প্রযুক্তি

এখন আর কোনো মেসেজ মিস হবে না হোয়াটসঅ্যাপে

  • তথ্য ও প্রযুক্তি
  • ০৪ জুন, ২০২২ ১৬:১৮:৪০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অসংখ্য মেসেজের ভিড়ে অনেক সময়ই গুরুত্বপূর্ণ মেসেজ চোখে পড়ে না। এজন্য নানা ঝামেলাতেও পড়েন। এখন আর কোনো মেসেজ মিস হবে না। বিশেষ ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ।

প্রতিদিন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কয়েক কোটি মানুষ। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। বন্ধুদের সঙ্গে চ্যাট কিংবা অফিসের গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য ব্যবহার করছে এই সাইটটি। এজন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনছে মেটার সাইটটি। ব্যবহারকারীদের কাছে আরও প্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ।

নতুন এই ফিচারের নাম আনরিড চ্যাট ফিল্টার। আনরিড মেসেজের জন্য বিশেষ ফিল্টার থাকছে এই ফিচারে। এই ফিল্টার এনেবেল করে আনরিড সব মেসেজ এক জায়গায় দেখে নেওয়া যাবে। ফিল্টার বন্ধ করার জন্য স্ক্রিনে একটি ক্লিয়ার বাটন দেখা যাবে।

গত মাসেই হোয়াটসঅ্যাপ চ্যাটে বিভিন্ন ধরনের ফিল্টার যুক্ত হওয়ার খবর সামনে এসেছিল। আনরিড ছাড়াও হোয়াটসঅ্যাপে যুক্ত হবে কন্টাক্ট, নন-কন্টাক্ট ও গ্রুপ চ্যাটস ফিল্টার আনছে সাইটটি। অ্যান্ড্রয়েড, আইওএস, এমনকি ডেস্কটপ গ্রাহকদের জন্যেও নতুন এই ফিচার নিয়ে আসছে মার্ক জাকারবার্গের কোম্পানি।

মন্তব্য ( ০)





  • company_logo