• স্বাস্থ্য
  • লিড নিউজ

অ্যালজাইমার্স রোগটি কী?

  • স্বাস্থ্য
  • লিড নিউজ
  • ২৭ মে, ২০২২ ১৬:৩০:১৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বড় পর্দায় আলোচিত সিনেমা ‍‍`বেলাশুরু‍‍`। সিনেমাটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। দর্শকদের অনুভুতিকে নাড়া দিয়েছে এর প্রতিটি মুহূর্ত। তবে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে সিনেমাটির মূল বিষয়বস্তু। সিনেমার অন্যতম চরিত্র ‘আরতি’র হওয়া অ্যালজাইমার্স রোগটির সিনেমার মূল কেন্দ্র হয়ে উঠে। সেই থেকে দর্শকের ভাবুক মনে নাড়া দিয়েছে রোগটি সম্পর্কে। 

কী এই অ্যালজাইমার্স? কী এর ধরণ? বিশেষজ্ঞরা জানান, চারপাশের অনেকেই এই রোগে ভুগছেন। এই রোগের প্রধান সমস্যা হচ্ছে স্মৃতিভ্রম। ধীরে ধীরে স্মৃতি লোপ পেতে থাকে। পাল্টে যায় রোগীর ব্যবহার। সামাজিক যোগাযোগও ধীরে ধীরে কমতে থাকে। 

অ্যালজাইমার্স রোগ কেন হয়

অ্যালজাইমার্স রোগের পেছনে নির্দিষ্ট কোনও কারণ এখনও জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা জানান, মস্তিষ্কের নার্ভ সেলগুলো নষ্ট হয়ে গেলে এমন লক্ষণ দেখা দেয়। দুটো কারণে এই লক্ষণ হতে পারে। প্রোটিন ডিপোজিট কিংবা কোনও ধরণের অসুস্থতা থেকে এবং জিনগত বা অনিয়মিত, খারাপ জীবনযাত্রা থেকে মস্তিষ্কের সেলগুলোতে প্রভাব পড়ে। যা থেকে অ্যালজাইমার্স রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে।

কী উপসর্গে ধরা পড়বে আলজাইমার্স রোগটি 

  • আলজাইমার্স রোগে ধীরে ধীরে স্মৃতি লোপ পাবে। চেনা মানুষের নাম ভুলে যাওয়া, পরিচিতি রাস্তা হারিয়ে ফেলা, প্রয়োজনীয় জিনিসের কথা মনে না থাকাসহ ছোট বড় অনেককিছুই স্মৃতি থেকে হারিয়ে যায়।
  • সামাজিক অ্যাক্টিভিটি ও সম্পর্কগুলোকে ভুলে যেতে থাকবেন।
  • সবার সঙ্গে গুছিয়ে কথা বলতে পারবেন না।
  • রোগী ঠিকভাবে লিখতে বা পড়তে পারবেন না। কোনও কিছু পড়ার সময় সমস্যা হলে এবং দূরত্ব নির্ণয় করতে সমস্যা হলে তা অবশ্যই অ্যালজাইমার্সের লক্ষণ।
  • রোগী যেকোনও বিষয়ে চিন্তাভাবনা করতে পারবেন না।
  • কোনও কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে যাওয়াও এই অসুখের অন্যতম লক্ষণ।
  • আচমকাই মেজাজ বদলে যাওয়া, পরিচিত এবং ঘনিষ্ট ব্যক্তিদের সঙ্গে অকারণে রাগ করাও এর লক্ষণ।
  • রোগীদের মধ্যে সন্দেহ প্রবণতা, উদ্বেগ, অবসাদের মতো লক্ষণ দেখা দেয়।

অ্যালজাইমার্স রোগের চিকিৎসা

অ্যালজাইমার্স রোগটির চিকিৎসা বা প্রতিরোধের উপায় হলো সচেতনতা। তাছাড়া মেডিকেশনের মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এই রোগের পুরোপুরি নিরাময় হয় না। তবে মানসিক রোগের চিকিৎসকরা এই রোগটিকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকেন। যেমন এই রোগের কয়েকটা প্রিভেনশন আছে, নানা ধরনের ব্রেন গেম খেলে কিংবা কথোপকথনের মাধ্যমে রোগীকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন। 

মন্তব্য ( ০)





  • company_logo