• তথ্য ও প্রযুক্তি

আর্জেন্টিনায় মিলল ৮ কোটি বছর আগের দৈত্যাকার পাখি

  • তথ্য ও প্রযুক্তি
  • ২৬ মে, ২০২২ ২৩:৫৯:৪৭

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আর্জেন্টিনায় বিশালাকার এক উড়ন্ত সরীসৃপের জীবাশ্ম পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানান, দ্য ড্রাগন অফ ডেথ নামের এই শিকারি পাখির প্রজাতিটি ৮ কোটি ৬০ লক্ষ বছর আগে পৃথিবীতে বসবাস করতো।

এর সম্পূর্ণ প্রসারিত ডানার দৈর্ঘ প্রায় নয় মিটার বা ৩০ ফুট। গবেষকরা এর একটি কাল্পনিক ছবিও এঁকেছেন।

কোটি কোটি বছর ধরে আন্দিজ পর্বতমালার পাথরের নিচে এর দেহাবশেষ সংরক্ষিত ছিল। যার মানে এই উড়ুক্কু সরীসৃপেরা ডাইনোসরের যুগেই বাস করত।

গবেষকদের প্রধান লিওনার্দো অরটিজ জানান, এই প্রজাতির উচ্চতা ছিল জিরাফের মতোই। এর ডানার দৈর্ঘ নিয়েও বিস্ময় প্রকাশ করেছন তিনি।

২০১২ সালে আর্জেন্টিনায় জীবাশ্মের খোঁজে মাটি খননের সময় আরও কিছু সরীসৃপের জীবাশ্ম আবিষ্কার করেন এই গবেষক দল। এই প্রজাতির নাম রাখা হয় ‘থানাটোসড্রাকন অমরু’। গ্রীক ভাষায় যার অর্থ দাঁড়ায় শিকারি ড্রাগন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে অধ্যাপক অরটিজ এসব তথ্য জানান।

মন্তব্য ( ০)





  • company_logo