• স্বাস্থ্য

চিকেন পক্স, না মাঙ্কিপক্স,বোঝার উপায়

  • স্বাস্থ্য
  • ২৬ মে, ২০২২ ২৩:৪৫:৩৬

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ভাইরাসবাহী মাঙ্কিপক্স-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো মাঙ্কিপক্সের আতঙ্ক বাংলাদেশেও রয়েছে। ভাইরাসবাহী এই রোগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকারও। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি আর রোগের ধরন ও লক্ষণ নিয়ে ব্যাপক আলোচনাও চলছে। এই রোগের বিস্তারিত জানতে চলছে বিভিন্ন গবেষণাও। একদল গবেষক বলছেন, চিকেন পক্স ও মাঙ্কিপক্স প্রায় একই প্রজাতির। তবে আরেক দল গবেষক জানাচ্ছে, এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে।

 

অনেকেই এখন মাঙ্কিপক্সকে চিকেন পক্স ভেবে ভুল করছেন। এই দুই রোগের ভিন্নতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্স এক বিশেষ ধরনের বসন্ত রোগ। প্রাণিদেহের মাধ্যমেই এই ভাইরাস ছড়ানোর শঙ্কা রয়েছে। ইঁদুরের মাধ্যমে এই ভাইরাস দ্রুত ছড়ায়। এই কারণে কাঠবিড়ালি বা ইঁদুরজাতীয় প্রাণীর থেকে সব মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

চিকেন পক্সও ভাইরাসবাহী রোগ। মাঙ্কিপক্সের উপসর্গের সঙ্গে এর যথেষ্ট সাদৃশ্য রয়েছে। আর এ কারণেই চিকেন পক্সকে মাঙ্কিপক্স ভেবে ভুল করছেন অনেকে। 

মাঙ্কিপক্স ও চিকেন পক্সের উপসর্গে যেমন মিল রয়েছে 

  • চিকেন পক্স ও মাঙ্কিপক্সে শরীরে ব়্যাশ ওঠে।
  • শরীরে প্রচণ্ড জ্বালাভাব হয়।
  • শরীরে আক্রান্ত স্থানে চুলকানি হয়।
  • দুই রোগের উপসর্গেই শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে। 
  • শরীরে ক্লান্তিভাব হয়।
  • আক্রান্ত রোগীর প্রচণ্ড মাথাব্যথা ও পুরো শরীরে ব্যথা থাকে।  

চিকেন পক্স ও মাঙ্কি পক্সের মধ্যে পার্থক্য

উপসর্গ এক হলেও, এই দুটি রোগ এক নয়। বিশেষজ্ঞরা বলেছেন, সাধারণ কিছু দিক থেকে একই হলেও এই দুটি রোগের মধ্যে পার্থক্যও রয়েছে। মাঙ্কিপক্স সম্পূর্ণ নতুন একটি ভাইরাস। এই রোগ নিরাময়ের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। অন্যদিকে চিকেন পক্স রোগটির প্রতিকার রয়েছে। এছাড়া আরও পার্থক্য নির্ণয় করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

  • চিকেন পক্স ‘ভ্যারিসেলা ভাইরাস’-এর কারণে হওয়া একটি ছোঁয়াচে রোগ। চিকেন পক্সে রোগীর শরীরে ৫ থেকে ৭ দিনের মধ্যে ফুসকুঁড়ি হতে শুরু করে। ১০ দিন পর থেকে তা শুকোতে শুরু হয়। অন্যদিকে মাঙ্কি পক্সে ৩ দিনের মধ্যেই শরীরে  ফুসকুড়ি দেখা যায়। ২১ দিন পর্যন্ত এই রোগ স্থায়ী হতে পারে।
  • চিকেন পক্স নিরাময়ের ওষুধ রয়েছে। মাঙ্কিপক্সের নিরাময়ে কোনো পদ্ধতি এখনো নেই। চিকেন পক্সের ওষুধ মাঙ্কিপক্স নিরাময়ে কার্যকরীও নয়।
  • চিকেন পক্সে লিম্ফ নোড ফুলে যাওয়ার মতো সমস্যা হয় না। অন্যদিকে মাঙ্কিপক্সে কারণে শরীরের লিম্ফ নোডগুলো ফুলে যায়।

বিশেষজ্ঞরা জানান, এই পার্থক্যগুলো দেখেই নির্ণয় করতে হবে রোগী কোন রোগে আক্রান্ত। উপযুক্ত রোগ নির্ণয় হলে, নিরাময় প্রক্রিয়াও সহজ হয়।

মন্তব্য ( ০)





  • company_logo