
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁও আদর্শ গলি এলাকার একটি বাসায় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলামিন আকন্দ (৩৭) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলামিনের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ঝুমুর আক্তার জানান, আমার স্বামী একজন রিকশাচালক। বাইরে থেকে বাসায় এসে টেবিল ফ্যানের সুইচ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
‘পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর জেলার বাদুরায়। বর্তমানে খিলগাঁও আদর্শ গলি এলাকার ৩৪০/২ নম্বর টিনশেড বাসায় একমাত্র ছেলেকে নিয়ে থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আব্দুল আউয়াল,ঠাকুরগাঁওঃ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ন...
নিউজ ডেস্কঃ এজবাস্টন টেস্টে স্লো-ওভার রেটের কারণে বিশ্ব ট...
নিউজ ডেস্কঃ ভারত সরকার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারকে তাদের...
নিউজ ডেস্কঃ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের বিকাশ এবং জ্ঞানভিত...
মন্তব্য ( ০)