
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “সবখানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। শহর বদলে গেছে, গ্রাম বদলে গেছে। মানুষ উন্নত জীবনযাপন করছে। এখন ফকিরকেও দুই টাকা, পাঁচ টাকা ভিক্ষা দিলে কেমন করে তাকায়। ১০ টাকার নিচে ফকিরও নিতে চায় না।
বুধবার কুমিল্লায় জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “কুমিল্লা শহরেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানকার মানুষ ফ্লাইওভারে শহরে প্রবেশ করে। উঁচু উঁচু বিল্ডিং হয়েছে। রাস্তাঘাটের চেহারা বদলে গেছে। এখন ঢাকা আর কুমিল্লার মধ্যে তেমন একটা পার্থক্য খোঁজে পাওয়া যায় না। আর এ সবকিছুই সম্ভব হয়েছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কারণে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। স্মারক বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক। ধন্যবাদ বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আব্দুল আউয়াল,ঠাকুরগাঁওঃ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ন...
নিউজ ডেস্কঃ এজবাস্টন টেস্টে স্লো-ওভার রেটের কারণে বিশ্ব ট...
নিউজ ডেস্কঃ ভারত সরকার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারকে তাদের...
নিউজ ডেস্কঃ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের বিকাশ এবং জ্ঞানভিত...
মন্তব্য ( ০)