• জাতীয়
  • লিড নিউজ

নির্দিষ্ট শিল্প জোনে হবে শিল্পপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

  • জাতীয়
  • লিড নিউজ
  • ২৬ মে, ২০২২ ০২:১৬:১৭

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রত্যেক এলাকায় শিল্পপ্রতিষ্ঠান নির্দিষ্ট শিল্প জোনে হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “যত্রতত্র শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠতে যাতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে। যেখানে-সেখানে অপরিকল্পিত শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না।”

বুধবার (২৫ মে) সকালে গণভবনে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প নকশা পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন।

শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বৈচিত্র্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “অ্যাগ্রো প্রসেসিং এবং আইটি ডিভাইস সংক্রান্ত শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

পরিবেশ সুরক্ষার বিষয়ে তিনি বলেন, “যেকোনো প্রকল্প গ্রহণ করে সেখানে পরিবেশটা যাতে গুরুত্ব পায় সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। জলাধার সংরক্ষণ, পর্যাপ্ত সবুজ এলাকা রাখা ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রেখেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।”

রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে তিনি ছোট ছোট ইন্ডাস্ট্রিকে ভর্তুকি দেওয়ারও কথা বলেন।

মন্তব্য ( ০)





  • company_logo