• স্বাস্থ্য

মানবদেহে ক্যান্সারের ওষুধের ট্রায়াল শুরু

  • স্বাস্থ্য
  • ২৫ মে, ২০২২ ১৮:২৮:২৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জিনগতভাবে পরিবর্তিত ভাইরাসের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা শুরু করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে প্রথমবার এক ব্যাক্তিকে অনকোলাইটিক ভাইরাস থেরাপি দেওয়া হয়েছে।

ক্লিনিকাল ক্যান্সার রিসার্চ কোম্পানি ইমুজিন লিমিটেড এই পরীক্ষা চালাচ্ছে। চিকিৎসাবিজ্ঞানীরা গবেষণাগারে তৈরি ভ্যাকসিনিয়া নামের একটি ভাইরাস প্রথমবার মানবদেহে প্রয়োগ করেছেন।এটি দেহে প্রবেশ করে সুস্থ কোষগুলোর কোন ক্ষতি করে না করেই ক্যান্সার আক্রান্ত কোষগুলো ধ্বংস করতে পারে। ফলে শরীরে ক্যানসার আর ছড়াতে পারে না। এই চিকিৎসাটি ক্যান্সারের বিরুদ্ধে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তেও সাহায্য করতে পারে।

বিজ্ঞানীরা জানান, গত দুই বছর ধরে এই ভাইরাসটি নিয়ে কাজ করছেন তারা। এর আগে অন্য প্রাণীদের উপর এটি প্রয়োগ করে সফলতা পাওয়া গিয়েছে। আর তাই এবার পরীক্ষামূকভাবে মানুষের ওপর প্রয়োগ করা হচ্ছে এটি।

এই পরীক্ষা সফল হলে ক্যান্সার নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। ভবিষ্যতে ক্যান্সার সাধারণ অসুখের মতো হয়ে যেতে পারে বলেই আশা করছেন বিজ্ঞানীরা।

মন্তব্য ( ০)





  • company_logo