• আন্তর্জাতিক

তিউনিশিয়ায় অভিবাসীবাহী একটি নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৭৫

  • আন্তর্জাতিক
  • ২৫ মে, ২০২২ ১৭:৫২:৪৭

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তিউনিশিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও নিখোঁজ রয়েছেন ৭৫ জন। বুধবার (২৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইএমও) জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকা উল্টে গেছে। এ ঘটনার পর ৭৫ জন নিখোঁজ রয়েছেন। একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে।

আইএমও জানায়, নৌকাটি থেকে এর মধ্যে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এটি লিবিয়ার জাওয়ারার সৈকত থেকে ছেড়ে আসার পর তিউনিশিয়ার স্ফ্যাক্সের উপকূলে ডুবে যায়।

তিউনিশিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, কোস্ট গার্ডের সদস্যরা একজনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজ ৭৫ জনকে উদ্ধারে অভিযান চলছে বলেও জানান তিনি।

সম্প্রতি তিউনিশিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকা ডুবির ঘটনা বেড়েছে। কারণ আফ্রিকার দেশ লিবিয়া ও তিউনিশিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যেতে চাইছেন অভিবাসনপ্রত্যাশীরা।

মন্তব্য ( ০)





  • company_logo