• জাতীয়

ব্যাংকারদের বিদেশ ভ্রমণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ

  • জাতীয়
  • ২৪ মে, ২০২২ ২২:৩৭:১৬

ফাইল ছবি

 নিউজ ডেস্কঃ হজ পালন, চিকিৎসা ও বিদেশি অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ব্যাংকারদের বিদেশে যেতে বাধা নেই। সোমবার (২৩ মে) রাতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, “বিশেষ প্রয়োজনে দেশের বাইরে ভ্রমণ অত্যাবশ্যক হলে নিজস্ব অর্থায়নে এ রূপ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। পবিত্র হজ পালন, বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসা, ব্যাংকে কর্মরত বিদেশি নাগরিকদের নিজ দেশে গমন ও বিদেশি ব্যাংকের বাংলাদেশের শাখায় কর্মরত-কর্মকর্তাদের প্রধান কার্যালয়ে গমন নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এ ছাড়া বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা ও শিক্ষাভ্রমণে অংশগ্রহণ করা যাবে।”

মন্তব্য ( ০)





  • company_logo