• আন্তর্জাতিক

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিনাংশে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের, নিহত ২

  • আন্তর্জাতিক
  • ২১ মে, ২০২২ ১৫:০৭:১১

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিনাংশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন অন্তত তিনজন এবং কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার এ হামলা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, শুক্রবার দামেস্কের আশেপাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে, তবে সেসবের বেশিরভাগই অকার্যকর করে দিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী।

এ ব্যাপারে নিশ্চিত হতে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে সেনাবাহিনীর কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

গত কয়েক বছল ধরে সিরিয়ার বিভিন্ন অংশে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের ইরান সমর্থিত রাজনৈতিক গোষ্ঠী হেজবুল্লাহের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্টতা ও সিরিয়াতে হেজবুল্লাহ সদস্যদের উপস্থিতিই এসব হামলার কারণ।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে বাশার আল আসাদকে সহযোগিতা করছে হেজবুল্লাহ।

মন্তব্য ( ০)





  • company_logo