
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গের উদ্ধৃতি দিয়ে বুধবার আল জাজিরা এ খবর জানায়।
খবরে বলা হয়, ন্যাটোতে এ দুই দেশ আবেদন করলেও এর সদস্য দেশ তুরস্ক তাদের অন্তর্ভূক্তির বিরোধিতা করছে। এতে তাদেরকে জোটের অন্তর্ভূক্ত করার বিষয়টি প্রলম্বিত হতে পারে।
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ফিনল্যান্ড ও সুইডেন বিশ্বের বৃহত্তম সামরিক জোটে যোগদানের জন্য আবেদন করেছে।
দুই নর্ডিক দেশের রাষ্ট্রদূতদের কাছ থেকে আবেদনপত্র পাওয়ার পর জেনস স্টোলটেনবার্গ সংবাদিকদের বলেন, ‘আমি ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ড এবং সুইডেনের অনুরোধকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনি আমাদের ঘনিষ্ঠ অংশীদার।’
এ আবেদন ন্যাটোভুক্ত ৩০ সদস্য দেশ বিবেচনা করবে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফিনল্যান্ড ও সুইডেনের যোগদান নিয়ে আপত্তি জানান। তিনি এ দুই দেশের বিরুদ্ধে তার দেশের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয়ার অভিযোগ এনেছেন।
আন্তর্জাতিক ডেস্কঃ কথায় বলে, ভালোবাসা অন্ধ। কিন্তু অন্ধপ্...
বিনোদন ডেস্কঃ বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প প...
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জন ডেঙ্গু আ...
বিনোদন ডেস্কঃ বলিউডের খরার মৌসুমে অসামান্য সাফল্য এনে দিয়...
মন্তব্য ( ০)