• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ ১১ জুয়াড়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ১৬ মে, ২০২২ ২১:৪৬:০৪

ছবিঃ সিএনআই

শাহরিয়ার কবির খুলনাঃ খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় খুলনা সদর থানাধীন আহসান আহমেদ রোড সংলগ্ন হোল্ডিং নং-৪৫, জনৈক শাহিনের বাড়ির ২য় তলার দক্ষিণ পাশের তিনটি কক্ষের ভিতর হতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১১ জুয়াড়ী গ্রেফতার। 

জানাযায়, জুয়াড়ী ১) শেখ তারিকুল ইসলাম বাদল(৫২), পিতা-মৃত: নিজাম উদ্দিন, সাং-শেখ বাড়ি হাকিমপুর, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট; ২) মোঃ সিদ্দিকুর রহমান(৫৩), পিতা-আব্দুর জব্বার হাওলাদার, সাং-দেয়াড়া পশ্চিমপাড়া, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-তালুকদার কমিউনিটি সেন্টারের পাশে, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) শেখ মোঃ পারভেজ(৫০), পিতা-মৃত: শেখ হিরু মিয়া সাং-সুগন্ধী, ইউপি-রাখালগাছি, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট; ৪) মোঃ মুজি সরদার(৫০), পিতা-মৃত: লতিফ সরদার, সাং-সাহস, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা; ৫) মোঃ বাছিম কোরাইশী(৫২), পিতা-মোঃ কাশেম, সাং-গোবরচাকা মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ৬) মীর দুলাল হাকিম দোলন(৫৭), পিতা-মৃত: লোকমান হাকিম, সাং-সরকারপাড়া টুটপাড়া, থানা-খুলনা; ৭) এস এম মাহাবুবুল ইসলাম(৫৮), পিতা-মৃত: কফিল উদ্দিন আহম্মেদ, সাং-সাউথ সেন্ট্রাল রোড, থানা-খুলনা; ৮) মোঃ শামীম(৪৩), পিতা-মৃত: মতিউর রহমান, সাং-মতিয়াখালী ০৬ নং গলি, থানা-লবণচরা, এ/পি সাং-ঢাকাইয়া পাড়া ২য় লেন মতিয়াখালী, থানা-লবণচরা; ৯) মোঃ আব্দুল কাদের(৩২), পিতা-মোস্তাফিজুর রহমান, সাং-নোয়াইলতলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা; ১০) মোঃ মনিরুল(৫৫), পিতা-আব্দুল মজিদ, সাং-টুটপাড়া, থানা-খুলনা এবং ১১) মোঃ কামরুজ্জামান(৫২), পিতা-মৃত: ইমাম হোসেন, সাং-হোল্ডিং নং-৩৪, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে জুয়া খেলার সরঞ্জাম তাস ০৫ (পাঁচ) সেট, একটি সাদা কাপড়, চারটি খাতা, এবং নগদ ১১,৩৬৭/- (এগারো হাজার তিনশত সাতষট্টি) টাকাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo