
নিউজ ডেস্কঃ পবিত্র রমজান ও ইদের ছুটি শেষে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ।
রবিবার (৮ মে) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল শনিবার (৭ মে) স্কুল-কলেজের ১৭ দিন ও প্রাথমিক বিদ্যালয়ের ১৪ দিনের ছুটি শেষ হয়েছে।
জানা গেছে, স্কুল-কলেজে গত ২১ এপ্রিল থেকে শুরু হয়ে শনিবার (৭ মে) পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। ১৭ দিনের ছুটি শেষে আজ খুলছে প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল ১৪ দিন। এ সব প্রতিষ্ঠানে ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ছিল ইদের ছুটি। বিশ্ববিদ্যালয়গুলো ভিন্ন ভিন্ন পরিমাণ ছুটি থাকলেও সেগুলো খুলছে আজ।
অন্য বছর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পুরো রমজানে ছুটি থাকত। তবে করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানেও ক্লাস চালু রাখে সরকার। প্রথমে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বলা হলেও পরে ২০ এপ্রিল পর্যন্ত খোলা রাখার আদেশ জারি করা হয়। অন্যদিকে প্রাথমিকে ক্লাস চলে ২৩ এপ্রিল পর্যন্ত।
সোয়েল রানা,নড়াইলঃ নড়াইল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের...
বিনোদন ডেস্কঃ দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জয়জয়কার যেনো থা...
স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের ক্রিকেটে এ...
ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর ছিল মিশ...
মন্তব্য ( ০)