• কূটনৈতিক সংবাদ

ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হ্যারিস বিন ওথমান নোয়াখালীতে

  • কূটনৈতিক সংবাদ
  • ০৭ মে, ২০২২ ১৫:৫৮:২৫

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালাম’র রাষ্ট্রদূত হাজী হ্যারিস বিন ওথমান উপকূলীয় জেলা নোয়াখালীতে এসেছেন। শনিবার (৭ মে) বেলা ১১টায় জেলা সার্কিট হাউজে এসে পোঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, নোয়াখালীর প্রবাসী পলাশ চৌধুরীর আমন্ত্রণে ব্রুনাই দারুস সালাম’র রাষ্ট্রদূত হাজী হ্যারিস বিন ওথমান নোয়াখালীতে এসেছেন। তিনি নোয়াখালীর বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। এ ছাড়া একটি প্রকল্পে বিনিয়োগের কথা রয়েছে তার।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ব্রুনাই দারুস সালাম’র রাষ্ট্রদূত হাজী হ্যারিস বিন ওথমান নোয়াখালী জেলায় আগমনে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo