
ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা হতে ২০২০-২১ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন। ৫ মে (বৃহস্পতিবার) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অষ্ট্রেলিয়ার সুইনবার্ণ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ এফ এম আমিরুল ইসলাম। ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে নড়াইল জেলায় নানারকম সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন।
মোঃ রাশেদ খান মেনন, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে স্ত...
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আফ্রিকার দেশগুলোতে রাশিয়ার উপস্...
বিনোদন ডেস্কঃ সিনেমায় কাজ করছেন সবে ৬ বছর। এরই মধ্যে অসাম...
নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাস প্রতিরোধে ৫-১২ বছর বয়সী শিশু...
মন্তব্য ( ০)