• জাতীয়

রাজধানীতে নেই ডেঙ্গু রোগী, ঢাকার বাইরে ভর্তি ৪ জন

  • জাতীয়
  • ২৬ মার্চ, ২০২২ ১৮:৪৬:০৯

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সারাদেশে বর্তমানে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট চারজন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে কেউই রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি নেই। চারজনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং খুলনার যশোরের হাসপাতালে দুই জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় (২৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ মার্চ সকাল ৮টা পর্যন্ত) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি হন।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ ২৬ মার্চ পর্যন্ত রাজধানীসহ সারাদেশের হাসপাতালে সর্বমোট ১৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ৩০ জন ও বেসরকারি হাসপাতালে ৪৫ জনসহ ৭৫ জন ও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে ৮৪ জন ভর্তি হন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৫৫ জন।

এদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ১০৫ জন।

মন্তব্য ( ০)





  • company_logo