• কূটনৈতিক সংবাদ

ভারত-চীনের উচিৎ রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা

  • কূটনৈতিক সংবাদ
  • ০৭ মার্চ, ২০২২ ১১:৩৪:৩০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ইউক্রেনে হামলা বন্ধে ভারত ও চীনের উচিত রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা। 

রাব বলেন, চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং তাদের উচিত রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা। ভারতেরও উচিত রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ বাড়ানো।

ভারত ও চীন উভয়েরই রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা করেনি দুই দেশ, জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবের ওপর ভোটাভুটিতেও অংশ নেয়নি দুই দেশ।

রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আলোচনার বিষয়ে রাব বলেন, "আমি মনে করি এটি কেবল বাগাড়ম্বর, "আমি মনে করি এটি কেবল বাগাড়ম্বর," রাব স্কাই নিউজকে বলেন এবং এটি বার্তা সংস্থা রয়টার্স দ্বারা প্রকাশিত হয়েছিল।

ডমিনিক রাব বলেন,  ভুল তথ্য ছড়ানো ও অপপ্রচার প্রেসিডেন্ট পুতিনের পুরোনো অস্ত্র। এটা আসল সমস্যা থেকে মনোযোগ বিচ্যুত করার হাতিয়ার। রাশিয়া যে হামলা চালাচ্ছে তা অবৈধ। আর নিষেধাজ্ঞা আরোপ করা কোনো যুদ্ধ নয়। আন্তর্জাতিক নিয়ম-কানুন খুবই পরিষ্কার। আমাদের নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ বৈধ।

মন্তব্য ( ০)





  • company_logo