• বিনোদন

নায়িকা শ্রাবন্তীর নামে মামলা, হতে পারে ৭ বছরের জেল!

  • বিনোদন
  • ০১ মার্চ, ২০২২ ১১:৪৭:২১

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ আবারও আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার নামে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে।

‘ওয়ান্টেড’ সিনেমার নায়িকার নামে জোর করে বন্যপ্রাণী আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে। এমন অভিযোগে তার নামে মামলাটি করেছে বন্যপ্রাণী সুরক্ষা দফতর।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এই ঘটনায় যদি শ্রাবন্তী দোষী প্রমাণিত হন তবে সাত বছরের জেল হতে পারে!

সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী। যেখানে একটি বেজির বাচ্চাকে কোলে নিয়ে পোজ দিতে দেখা যায় এই অভিনেত্রীকে। প্রাণীটির গলায় মোটা শিকল পরানো ছিল।

বেজিটির গলায় শিকল পরিয়ে রাখায় তীব্র প্রতিবাদ করেন নেটিজেনরা। ঘটনাটিকে কেউ কেউ ‘অমানবিক’ আখ্যাও দেন। এ ঘটনায় শ্রাবন্তীর নামে মামলা দায়ের হয়। এরপর তাকে ডেকে পাঠানো হয় ওয়াইল্ড লাইফ কন্ট্রোল সেলের কলকাতা শাখায়।

তবে এ বিষয়টি নিয়ে কোনও কথা বলেননি শ্রাবন্তী। তার আইনজীবী এসকে হাবিব উদ্দিন জানিয়েছেন, শিগগিরই বন্যপ্রাণী সুরক্ষার কর্মকর্তাদের সঙ্গে দেখা করে পরবর্তী পদক্ষেপ নিবেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo