• শিশু সংবাদ

বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মুখে খাবার তুলে দিলো স্বর্ণগ্রাম

  • শিশু সংবাদ
  • ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৯:৫৪:৩৭

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আর্ত মানবতার সংগঠন ‘স্বর্ণগ্রাম’ এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশন এলাকায় পথের দিশা ভাসমান স্কুল এবং পৌর পার্কে অবস্থিত আলোর দিশারী স্কুলের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে একবেলা ভাল মানের খাবার বিতরণ করা হয়েছে। যা পেয়ে শিশুদের মুখে ফুটে উঠেছিল এক অনাবিল আনন্দ ও প্রশান্তির হাসি।

স্বর্ণগ্রাম এর প্রতিষ্ঠাতা অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় সংগঠনের পক্ষে শিশুদের হাতে খাবার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ আব্দুল মতিন পপলু। এসময় আরো উপস্থিত ছিলেন স্বর্ণগ্রামের উপদেষ্টা আলহাজ্ব ড. আখতারুজ্জামান মিন্টু ও বিজয় রায়, সংগঠনের সভাপতি নূর আলম সরকার, সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ ও শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক শাহেদ আলী তরফদার, অর্থ সম্পাদক লক্ষণ রায়, পথের দিশা ভাসমান স্কুলের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ প্রমুখ। জানা যায়, সেচ্ছাসেবী সংগঠন স্বর্ণগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার সেবায় ইতিমধ্যেই নানামুখী ইতিবাচক কাজ সম্পন্ন করেছে। যার মাঝে করোনাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদ ও পূজায় অসহায়দের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এলাকার কৃতী মানুষদের সুন্দর জীবনযাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থাকরণসহ নানা প্রশংসনীয় কাজ উল্লেখযোগ্য। একঝাঁক সেচ্ছাসেবী তারুণ্যের শক্তিতে তাদের এই মানবিক কাজ চলমান রাখারও প্রত্যাশা ব্যক্ত করেন স্বর্ণগ্রাম এর সাথে সংশ্লিষ্ট সকলে।     

মন্তব্য ( ০)





  • company_logo