• অপরাধ ও দুর্নীতি

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৯ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৪৮:৩৪

প্রতীকী ছবি

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৮ ফেরুয়ারি) সকালে উপজেলার তিনটহরী ইউনিয়নের শান্তি নগর এলাকায় অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। পরে বিকালে একসত্যাপাড়া এলাকার আব্দুল কাদের’র ছেলে আনোয়ার হোসেন’কে (৩৪) ২ লক্ষ টাকা ও শান্তিনগর এলাকার অনিল ভট্টাচার্য্যের ছেলে ঝুলণ ভট্টাচার্যকে (৪৮) ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।   

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, প্রশাসনের কঠোর নজড়দারির পরও কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবাধে বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে অভিযান পরিচালনা করে দুজনকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।      

 

 

মন্তব্য ( ০)





  • company_logo