• সমগ্র বাংলা

মানিকগঞ্জে পাঁচ শতাধিক শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

  • সমগ্র বাংলা
  • ২৫ জানুয়ারী, ২০২২ ১৫:৫৫:৩১

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে পাঁচ শতাধিক দুস্থ শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ বিতরণ করা হয়েছে।  আজ ২৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা যুবলীগের আয়োজনে শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মা‌নিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও মা‌নিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে মা‌নিকগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, কেন্দ্রীয় যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু, সদস্য রোজিনা আক্তার রিমা সহ অন্যান্যরা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ মোল্লা, জেলা পরিষদের সদস্য এ্যাড: কহিনুর ইসলাম সানি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহবুবুল হক খান খালিদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম সোহাগ, সুবল সাহা, মনিরুল ইসলাম মনি, আল রাফি, সামিউল আলিম রনি, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের মহিলা কমিটির সাধারন সম্পাদক শিরিন আক্তার মুক্তা, যুগ্ম সম্পাদক সালমা আক্তার, শিল্পী আক্তারসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, আগের যেকোন সময়ের যুবলীগের চেয়ে বর্তমান যুবলীগ অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত। আওয়ামীলীগ সহ যেকোন কর্মসুচি যথাযথ ভাবে পালন করে আসছে। এই যুবলীগকে আরো বেশি শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জেলা যুবলীগের আহবায়ক কমিটি থেকে মুল কমিটির দেওয়ার আহবান জানান।

মন্তব্য ( ০)





  • company_logo