• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

ময়মনসিংহ পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ 

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ২৪ জানুয়ারী, ২০২২ ১৮:৩০:২২

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে মোট ১৬ জনকে গ্রেফতার করেছে। খাগডহর ঘুন্টি মধ্যপাড়া গ্রামের মোঃ আবু হানিফ(৫৩), পিতা মৃত-আবু তাহের এর চায়ের দোকানের সামনে রেল ক্রসিংয়ের উপর দস্যুতা চেষ্টা মামলায় আসামী ১।মোঃ পারভেজ(২৫), পিতা-মোঃ রতন মিয়া, সাং-খাগডহর ঘুন্টি মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে (ক) ০১টি স্টীলের চাকু যা ফুল্ডিং অবস্থায় লম্বা অনুমান ৭.৫ (সাত দশমিক পাঁচ) ইঞ্চি এবং ফুল্ডিং ব্যতীত ধারালো অংশ লম্বা অনুমান-০৪(চার) ইঞ্চি, (ক) নীল রংয়ের ০১টি WALTON বাটন মোবাইল ফোন, যাহার মডেল- MM 20 যাহা পুরাতন পেছনের কভার খোলা ও ফাটা উদ্ধার করা হয়।

৩৬ বাড়ী কলোনী সাকিনস্থ জনৈক মোঃ রমজান আলী (৫০), পিতামৃত-নবাব আলীর দোকান এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ১৭(সতের)পিস নেশা জাতীয় ইনজেকশন যাহার গায়ে ইংরেজীতেBUPRENARPHINE INJECTION I.P.2ml লেখা আছে, ওজন (১৭x২)=৩৪(চৌত্রিশ)এমএল, মোট মূল্য (১৭x৫০০)=৮,৫০০/-(আট হাজার পাঁচশত)টাকা উদ্ধার পূর্বক আসামী ১। মোঃ নাদিম (৩৬), পিতামৃত-ফজলুর রহমান, মাতা-মমতা বেগম, সাং-আরকে মিশন রোড, ৩৬ বাড়ী কলোনী সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় গুচ্ছগ্রাম বাজার (জাফর মন্ডলের পাড়া) তিন রাস্তার মোড় সরকারী পাঁকা রাস্তার উপর হইতে২০(বিশ)পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০২(দুই)গ্রাম, মূল্য অনুমান (২০x৫০০)=১০,০০০/-(দশ হাজার)টাকা সহ আসামী ১। মোঃ বাবুল মিয়া (৩২), পিতা-আকবর বাদশা ওরফে আলী আকবর, মাতা-খোদেজা বেগম, সাং-ঘর নং-০৮, গুচ্ছগ্রাম আবাসন (জাফর মন্ডলের পাড়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। এবং কোতোয়ালী মডেল থানা পুলিশ ০২টি জিআর সাজা, ০২টি সিআর সাজা, ০১টি সিআর, ০৩টি জিআর পরোয়ানাভূক্ত আসামীদের সহ অন্যান্য মামলায় ০৫জন আসামীদেরকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo