
ছবিঃ সিএনআই
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস মোড়ে ২৪ জানুয়ারি সোমবার ভোরে অভিযান চালিয়ে ১৮৪ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ফেনসিডিল বহনকারী একটি ট্রাকও জব্দ করে র্যাব। ফেনসিডিলের দাম ১ লাখ ৮৪ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদী গ্রামের হেরেশ মন্ডলের ছেলে আপিনুর রহমান (২৫) ও একই গ্রামের হারান মন্ডলের ছেলে মিঠুন মন্ডল(১৯)। র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আশেকপুর বাইপাসে জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারের পাশে অভিযান চালিয়ে ব্যক্তিদ্বয়কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে ফেনসিডিল, তিন হাজার নগদ টাকা ও তিনটি সিমকার্ড এবং ফেনসিডিল বহনকারী ট্রাক জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। গ্রেপ্তারকৃতদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে দেশট...
নিউজ ডেস্কঃ মানুষের ত্বকের যৌবন ধরে রাখার কৌশল আবিষ্...
নিউজ ডেস্কঃ ২০১৮ সালের পর আরও একবার ইংলিশ...
নিউজ ডেস্কঃ টানা বৃষ্টির পর ভয়াবহ বন্যার কবলে ভারতের...
মন্তব্য ( ০)