• সমগ্র বাংলা

চাটমোহরে ছিনতাইকারীর কবলে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ২৪ জানুয়ারী, ২০২২ ০৯:৪৯:৪০

প্রতীকী ছবি

প্রতিনিধি,পাবনাঃ পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়ায় ছিনতাই কারীর কবলে পরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার নিমাইচড়া বাঁধ বাজার এলাকায় দুগ্ধ শিতলীকরণ সেন্টারের পরিচালক আহসান হাবীব আছান (৬৫) প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় দুধ মিলের গ্রাহকদের পাওনা টাকা নিয়ে চিনাভাতকুর বাজারে যাওয়ার পথে ধর্মগাছা ব্রীজের ওপর ছিনতাই কারীর কবলে পড়েন।

এ সময় ছিনতাই কারীরা তাকে আঘাত করে ও অজ্ঞান নাশক ঔষধ স্প্রে করে। ছিনতাইকারী তার নিকট থাকা ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে অজ্ঞান হয়ে পড়ে থাকা আছান কে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আহসান হাবীব আছান পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্ঠমনিষা ইউনিয়নের বাওইহাট গ্রামের বাসিন্দা। এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মৃত আছানের পরিবারের কেউ অভিযোগ করেনি। তবে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। 

মন্তব্য ( ০)





  • company_logo