• খেলাধুলা

জাতীয় দল নিয়ে পরিকল্পনা জানালেন খালেদ মাহমুদ সুজন

  • খেলাধুলা
  • ২৩ জানুয়ারী, ২০২২ ১৭:৪৪:০৭

ফাইল ছবি

স্পোর্টস ডেস্কঃ চলতি বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশ ব্যস্ত সূচি। বলা যায় দম ফেলানোর ফুরসত পাওয়া হবে কষ্টকর। এর সঙ্গে ঘরোয়া টুর্নামেন্ট আর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট তো আছেই। এসবের মধ্যে ২০২২ সাল শেষে কোথায় অবস্থান করতে চায় টাইগাররা, তার একটি পরিকল্পনা করে ফেলেছেন জাতীয় দলের টিম ডিরেক্ট খালেদ মাহমুদ সুজন। যেখানে দলের সিনিয়র ক্রিকেটারদের একসঙ্গে চান তিনি।

বাংলাদেশের প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেই জাতীয় দলের পরিকল্পনার কথা সংবাদমাধ্যমকে বলেন সুজন, ‘সামনে আমাদের শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকাসহ অনেকগুলো ট্যুর আছে। আমরা ভালো করতে চাই। ওরকম মাথায় নিয়ে এখনই প্রস্তুতি নিচ্ছি। ব্যাপারগুলো আমরা চিন্তা করছি যে কীভাবে আমরা দক্ষিণ আফ্রিকায় ভালো ক্রিকেট খেলব, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। শ্রীলঙ্কার সাথে আমরা যেহেতু ঘরের মাঠে খেলব সেটাও চ্যালেঞ্জ।’

সঙ্গে যোগ করেন সুজন, ‘বোর্ডের সাথে যোগাযোগের চেষ্টা করছি যে বিপিএল শেষ হলে যেহেতু আফগানিস্তান আসবে, টেস্ট প্লেয়ারদের সঙ্গে আমরা কীভাবে ট্রেনিং ফ্যাসিলিটিটা করব, কোথায় ক্যাম্প হবে এগুলো সব মাথায় নিচ্ছি।’

ক্রিকেটকে আরো বেশি আকর্ষণীয় ও রোমাঞ্চকর করতে বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে আইসিসি। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ওয়ানডেতে আছে সুপার লিগের প্রক্রিয়া। রঙিন পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও ভালো করতে চায় বাংলাদেশ দল। এজন্য দলের অভিজ্ঞ সব ক্রিকেটারদের একসঙ্গে চান সুজন। বিশেষ করে সাকিবকে খেলাতে চান বছরজুড়ে।

মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলছিলেন, ‘আমি তো চাইব বাংলাদেশের সেরা দলটাই তিন ফরম্যাটে খেলুক। জানি যে ওরা (সিনিয়ররা) খেলার শেষের দিকে হয়তোবা চলে আসছে সবাই। কিন্তু মনে হয় আরও দুই তিন বছর খেলবে। আমি আগামী একটা বছর আমি খুব ফোকাস করতে চাই।’

সুজন আরও বলেন, ‘বাংলাদেশের যেহেতু অনেক খেলা আছে এ বছরটায়, এ বছরটা আমি অলরেডি সাকিবের সঙ্গেও কথা বলেছি। এই বছরটা আমরা পুরো ক্রিকেট খেলি। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক পয়েন্ট আছে, আমাদের ওয়ানডে অনেক পয়েন্ট আছে। বাংলাদেশ ক্রিকেটটাকে তো আমরা চাই ওদের হাত ধরে একটা পজিশনে আসছি এর থেকে কেন ভালো হবো না? আমরা এ বছরটা আমাদের সেরা খেলোয়াড়দের নিয়ে খেলতে চাই। ভালো করতে চাই।’

মন্তব্য ( ০)





  • company_logo