
ছবিঃ সিএনআই
তজুমদ্দিন প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক বিক্রেতাকে আটক করেছে। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলা হাজতে প্রেরণের প্রস্তুতি নিয়েছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এসআই মোঃ সামিম সরদার এবং এএসআই হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শশীগঞ্জ মারকাজ মাদ্রাসা সংলগ্ন পশ্চিম পাশে রাস্তায় মোঃ কামাল (৫০), পিতা- আঃ বারেক এর শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) যার অবৈধ বাজার মূল্য ২,০০০/- (দুই হাজার) টাকা উদ্ধার করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল- হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
লাইফস্টাইল ডেস্কঃ বিকেলের নাস্তায় মুখরোচক কিছু খেতে ...
গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: গোপালপুরে উপজেলা পর্যায়ে জা...
টাঙ্গাইল(গোপালপুর)প্রতিনিধি: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্...
নিউজ ডেস্কঃ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের পাশাপাশি মার্...
মন্তব্য ( ০)