• খেলাধুলা

নিষেধাজ্ঞা বহাল থাকলে দর্শক ছাড়াই এবার অনুষ্ঠিত হবে বিপিএল

  • খেলাধুলা
  • ১৩ জানুয়ারী, ২০২২ ১৭:৫০:৫৪

ফাইল ছবি

স্পোর্টস ডেস্কঃ দেখতে দেখে এসেই পড়লো বিপিএল। এরই মধ্যে শুরু হয়ে গেছে কাউন্টডাউন। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব কষলে আর ঠিক এক সপ্তাহ, এরপরই শুরু হয়ে যাবে বঙ্গবন্ধু বিপিএল-২০২২।

এখনও পর্যন্ত ৬ দলের কারোই প্রস্তুতি শুরু হয়নি। তবে আগামী ১৫ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাধীনতা কাপ তথা বিসিএল ফাইনাল শেষ হতেই শুরু হয়ে যাবে বিপিএলের উন্মাদনা, দলগুলোর প্রস্তুতি। একই সময়ে ঢাকায় চলে আসবেন বিদেশি ক্রিকেটাররাও। তবে তার আগে এখন দলগুলো ভেতরে ভেতরে নিজের প্রস্তুতি সারছে।

কিন্তু ক্রিকেট অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, বিপিএলে কী মাঠে দর্শক থাকবে? কারণ, করোনা সংক্রমণ বিশেষ করে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার গত ১১ জানুয়ারী সামাজিক , রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে সব রকম সমাবেশ নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা বহাল থাকলে বিপিএলে মাঠে দর্শক সমাবেশ কী সম্ভব?

১১ জানুয়ারি রাতে ওই সরকারি নিষেধাজ্ঞা জারির পরপরই বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছিলেন, ‘আমাদের ইচ্ছা ছিল ডাবল ভ্যাকসিন যাদের নেয়া আছে, তারা যাতে মাঠে গিয়ে বিপিএল খেলা দেখতে পারে; কিন্তু এখন যেহেতু সরকারি নিষেধাজ্ঞা চলে এসেছে, তাই এ অবস্থায় দর্শক উপস্থিতিতে খেলা চালানোর প্রশ্নই আসে না। সরকারি নির্দেশ মেনেই খেলা চালানো হবে।‘

তারপর কেটে গেছে আরও তিনদিন। সময় বয়ে যাচ্ছে দ্রুত। সবার কৌতুহলি প্রশ্নও হচ্ছে জোরালো। আজও উঠেছে সে প্রশ্ন। সিলেটে স্বাধীনতা কাপ দেখতে গিয়ে একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনিও জানিয়েছেন, নিষেধাজ্ঞা বহাল থাকলে মাঠে দর্শক উপস্থিতি ঘটানো সম্ভব না।’

জালাল ও মল্লিক- দুই বোর্ড পরিচালক একই সুরে কথা বলেছেন। এরপরও ক্রিকেট অনুরাগীদের রাজ্যের আগ্রহ, এক বছর বিরতি দিয়ে আবার বিপিএল হচ্ছে- আমরা কী তবে মাঠে গিয়ে দেখতে পারবো না?

আজ দুপুরে এ প্রশ্নটাই রাখা হলো বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনের কাছে। নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘সরকারি নির্দেশ ও নিষেধাজ্ঞা মেনে চলতেই হবে। তাই নিষেধাজ্ঞা বহাল থাকলে মাঠে দর্শক উপস্থিতি সম্ভব নয়।’

তবে এটুকু বলেই থামেননি বিসিবি সিইও। তার কথা, ‘সরকারি নিষেধাজ্ঞায় যদি পরিবর্তন আসে, মানে নিষেধাজ্ঞা যদি উঠে যায়, তখনই কেবল মাঠে দর্শক আসতে পারবে।’

সুজন যোগ করেন, এখনও ৭-৮ দিন সময় আছে। দেখা যাক এর মধ্যে নিষেধাজ্ঞায় কোন পরিবর্তন আসে কি না! পরিবর্তন আসলেই কেবল মাঠে দর্শক যেতে পারবেন, অন্যথায় নয়।’

মন্তব্য ( ০)





  • company_logo