• উদ্যোক্তা খবর
  • লিড নিউজ

চাটমোহর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন

  • উদ্যোক্তা খবর
  • লিড নিউজ
  • ০৯ জানুয়ারী, ২০২২ ১৬:৫৬:১১

ছবিঃ সিএনআই

প্রতিনিধি,পাবনাঃ পাবনায় চাটমোহরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে।  রবিবার (৯জানুয়ারি) সকাল ১০ টা স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘চাটমোহর ব্লাড ডোনার ক্লাব'র উদ্যোগে হরিপুর দুর্গাদাস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস চত্বরে আয়োজিত শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

 'চাটমোহর ব্লাড ডোনার ক্লাব' চাটমোহরে মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলার বিভিন্ন জনবহুল স্থান, স্কুল কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় এবং শিক্ষার্থীদের রক্ত দানে আগ্রহী করা হয়।  

 জানা যায়, আরিফুল ইসলাম,সাদিয়া ইসলাম ইলা,হাসানুর রহমান মেঘ,মোস্তাফিজুর রহমান সাব্বির ও  মেহেদী হাসান শাওন এবং শান্ত কার্যক্রম পরিচালনা করেন। 

 বক্তারা উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, চাটমোহরকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার চেষ্টা অব্যহত রাখাসহ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন মুমূর্ষ রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনোই এই সংগঠনের মূল লক্ষ্য।

মন্তব্য ( ১)





image
  • company_logo