• উদ্যোক্তা খবর

মাদারগঞ্জে ইসলামিক রিলিফের ১ হাজার পরিবারের শীত বস্ত্র বিতরণ

  • উদ্যোক্তা খবর
  • ০৪ জানুয়ারী, ২০২২ ১৩:২৪:০৮

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়ন ও জুরখালী ইউনিয়নের ১ হাজার দরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছে বেসরকারি এনজিও সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের আদর্শ পল্লী উন্নয়ন সংস্থা (আপউস) কার্যালয় ও জুরখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রতিবছরের ন্যায় এবারও ইসলামিক রিলিফ বাংলাদেশ অসহায় ও দরিদ্র ৫শত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

আদর্শ পল্লী উন্নয়ন সংস্থা (আপউস) এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মোঃ মাহাবুব আলম মিরন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। অর্থের অভাবে সমাজের দরিদ্র মানুষগুলো তীব্র
শীতের মধ্যে দিনাতিপাত করতে হয়, সেজন্য এরকম কর্মসূচি একটি দৃষ্ঠান্ত স্থাপন করেছে। সমাজের বিত্তবান ও অন্যান্য বেসরকারি সংস্থাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দরিদ্র ও অসহায় মানুষগুলোর প্রতি আমরা মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে পারি।

অতিথি হিসেবে সিধুলী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুন নাহার বিউটি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জহুরুল ইসলাম, মোঃ আব্দুল হাকিম, মোঃ
মাসুদ রানা, মোঃ আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা মোঃ জাফর আলম বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ এ বছর কক্সবাজারের উখিয়া ও নোয়াখালীর ভাসানচরের অবস্থানরত বলপ্রয়োগে বাস্ত্যুচুত মায়ানমার নাগরিক, কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি দেশের ৬টি জেলার ১৩টি উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়।

এবছর মোট ৩৭ হাজার ১ শত ২৪ পরিবারের পুরুষ ও নারী সদস্যের জন্য একটি করে শাল, শিশুদের জন্য হুডি সুয়েটার এবং ২টি করে কম্বল বিতরণ করা হয়। যার আর্থিক মূল্য ৫ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৫শত ২৮ টাকা।

প্রসঙ্গত, ইসলামিক রিলিফ একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৯৮৪ সালে ব্রিটিশ চ্যারিটি নং-৩২৮১৫৮ নিবন্ধনের মাধ্যমে ইংলান্ডের
বার্মিংহামে কার্যক্রম শুরু করে। সংস্থাটি বর্তমানে বিশ্বের ৪৫টি দেশে কাজ করছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রাম ও কক্সবাজারে ভয়াবহ ঘুর্নিঝড়ে
ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও পূনর্বাসন কার্যক্রমে সহায়তার মাধ্যমে ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশে কার্যক্রম শুরু করে।

সংস্থাটি বর্তমানে দেশের ৩৭টি জেলায় জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জরুরি ত্রাণ সহায়তা, পূনর্বাসন, জীবন-যাত্রার মানোন্নয়নের মাধ্যমে
টেকসই সমাজ উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি, এতিম ও শিশু কল্যাণ, পানি ও পয়:নিস্কাশন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করছে।

মন্তব্য ( ০)





  • company_logo