• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ে অবহিতকরণ সভা 

  • সমগ্র বাংলা
  • ০১ ডিসেম্বর, ২০২১ ১৭:১২:১৯

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মমন্ত্রণালয়ের অধিন হিন্দু কল্যাণ ট্রাষ্ট, রাজশাহী জেলা কার্যালয় এই অবহিতকরণ সভার আয়োজন করে। হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শ্রী তপন কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।

অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ উরাও এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা  খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, ডা.  অসিত সরকার, পুরোহিত মনোরঞ্জন সরকার, অবসরপ্রাপ্ত অধ্যাপক কনক রঞ্জন দাস 

প্রমূখ। সভায় জানানো হয়, পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর  আওতায় আগামীতে চাঁপাইনবাবগঞ্জে পুরোহিত ও সেবাইতদের ধর্মীয় ও আর্থ- সামাজিক প্রেক্ষপট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে 

মন্তব্য ( ০)





  • company_logo