• স্বাস্থ্য

মানিকগঞ্জর হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল অটোমেশন কার্যক্রম পরিদর্শন

  • স্বাস্থ্য
  • ০৯ নভেম্বর, ২০২১ ২০:২১:৪৪

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল অটোমেশন কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্রিস্টাল টেকনোলজি বাংলাদেশ লিঃ পরিচালিত অটোমেশন কার্যক্রম পরিদর্শন  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) নাজমুল হক খান।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, "অটোমেশন সিস্টেম বাস্তরায়নের ফলে প্রচলিত স্বাস্থ্য সেবা ব্যবস্থায় আমুল পরিবর্তন হবে। দেশের হাসপাতালসমূহে অটোমেশন পদ্ধতি চালু হওয়ার ফলে প্রতিটি নাগরিক হাসপাতালে সেবা নেওয়ার সময় রেজিষ্ট্রেশনের মাধ্যমে রোগী শনাক্তকরণ নাম্বার পাবে। এর ফলে পরবর্তীতে যেকোনো উপজেলা,  জেলা ও বিভাগীয় পর্যায়ের হাসপাতালে সেবা নিতে গেলে রোগীকে পুরাতন প্রেসক্রিশন সঙ্গে নিতে হবে না।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান জানান, সারা দেশে ৫০ টি স্বাস্থ্য কমপ্লেক্সে অটোমেশন কার্যক্রম  চালু রয়েছে।  আরো ৫০ টি হাসপাতালে শিগগিরই  চালু হবে।  মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে স্বাস্থ্যসেবাও ডিজিটালাইসড হচ্ছে। সুরক্ষা  এ্যাপসের মাধ্যমে টিকদান কর্মসূচি চলছে। ডিজাটাইলেজশনের ফলে রোগীদের হ্যাসল ছাড়া টিকেট পাচ্ছে। হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়ে বলেন, শিগগিরই ৪হাজর চিকিৎসক ও  ৮ হাজার নার্স নিয়োগ দিবে সরকার। হাসপাতালে উপস্থিত থাকার জন্য ফিঙ্গার প্রিন্ট কার্যক্রম  কিছুদিনের মধ্যে শুরু হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের  যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো: সামিউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. ফরিদ হোসেন মিয়া,

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান, মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. লুতফর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ক্রিস্টাল টেকনোলজি বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনায় ১০ টি সদর হাসপাতাল ও ৪০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অটোমেশন সিস্টেমের কার্যক্রম চালু করেছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মনিরুল ইসলাম খান।

মন্তব্য ( ০)





  • company_logo