• প্রশাসন
  • লিড নিউজ

গোপালপুরে বিভিন্ন স্কুলে থানা-পুলিশের প্রচারণা 

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ০৯ নভেম্বর, ২০২১ ১৬:৪৭:০৪

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মোঃ সোহেল রানা এর সার্বিক তত্ত্বাবধানে, এবং গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের মাঝে দিক নির্দেশনামূলক সচেতন মূলক প্রচার। (8 নভেম্বর) মঙ্গলবার সকালে গোপালপুর থানার আয়োজনে পুলিশের বিভিন্ন দিক সচেতনামূলক প্রচার।

গোপালপুর থানার বিভিন্ন কলেজ ও স্কুল প্রতিষ্ঠানে বিভিন্ন দিক নির্দেশনা সচেতন মূলক প্রচার । এসময় বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে বক্তব্য রাখেন গোপালপুর থানার নবাগত তদন্ত অফিসার মোঃ মামুন ভূঞা, এ সময় বক্তব্য তিনি বলেন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌন হয়রানি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্যবিয়ে সহ সমাজের নানা প্রতিবন্ধকতা প্রতিরোধে আলোচনা করেন। পাশাপাশি জনবান্ধবমূলক পুলিশিং সেবা, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংয়ের সুফলসহ সব ধরনের সেবা দ্রুত জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর বিষয়ে আলোচনা করা হয়। এবং জরুরী সেবা ৯৯৯ ফোন দেওয়ার উদ্বুদ্ধ করা হয়

 

মন্তব্য ( ০)





  • company_logo