• তথ্য ও প্রযুক্তি

মহাকাশ স্টেশনের টয়লেট নষ্ট, ডায়াপার পরে আছেন ৪ নভোচারী

  • তথ্য ও প্রযুক্তি
  • ০৬ নভেম্বর, ২০২১ ১৭:৩৩:০২

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টয়লেট নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন ৪ নভোচারী। এসব নভোচারীদের থাকতে হচ্ছে ডায়াপার পরে। লন্ডনভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানায়। নাসার নভোচারী মেগান ম্যাকআর্থারের কাছে এ ঘটনা ‘সন্তোষজনক নয়’ কিন্তু পরিচালনাযোগ্য।

মেগান ম্যাকআর্থার অরবিট থেকে প্রেস কনফারেন্সে বলেন, স্পেসফ্লাইট অসংখ্য ছোট ছোট চ্যালেঞ্জে পরিপূর্ণ, এটি তার মধ্যে একটি। তাই আমরা এটি নিয়ে খুব একটা চিন্তিত নই।

এ চার নভোচারী হলেন— জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট।

এই চার নভোচারী ২৩ এপ্রিল মহাকাশে যান। সে অনুযায়ী মহাকাশে তারা আছেন ১৯৭ দিন ধরে। নাসা দ্রুত তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে কিছুতেই উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না স্পেস এক্স-এর রকেট। ফলে, ডায়াপার পরে পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষা করতে হচ্ছে মহাকাশ স্টেশনে থাকা এই চার নভোচারীকে।

মন্তব্য ( ০)





  • company_logo