• সমগ্র বাংলা

ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য আটক 

  • সমগ্র বাংলা
  • ২৭ অক্টোবর, ২০২১ ১৪:২৭:০৫

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী থেকে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে (র‌্যাব-৮) এর একটি আভিযানিক দল। এ সময় তাদের কাছে থেকে ১১টি সিমকার্ডসহ ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত  রাতে মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে অভিযান চালায় র‌্যাব-৮।

আটককৃতরা প্রতারণার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। আটকদের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে উপজেলার ডুমাইন পূর্বপাড়া গ্রামের আলাল খাঁনের ছেলে তরিকুল ইসলাম (২৭), একই গ্রামের আবু তালেব মল্লিকের ছেলে মো. ফরহাদ মল্লিক (৩৩), শুকুর আলী মল্লিকের ছেলে সোহাগ মল্লিক (২৫), তাপস মণ্ডলের ছেলে তরুণ মণ্ডল (২৮) এবং ওই গ্রামের জনেক মণ্ডলের দুই ছেলে তপন মণ্ডল (২৩) ও গোবিন্দ মণ্ডল (২২)।

এসময় বিকাশ প্রতারণায় ব্যবহৃত ১১টি সিমকার্ড ও ৮টি মোবাইল ফোনসহ ৬ জন প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়।  

মন্তব্য ( ২)





image
image
  • company_logo