• সমগ্র বাংলা

বাগেরহাটে জাল টাকা তৈরি চক্রের এক সদস্য আটক

  • সমগ্র বাংলা
  • ২৬ অক্টোবর, ২০২১ ১২:৩৪:১৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাগেরহাটে নকল টাকাসহ জালনোট তৈরি ও ক্রয়-বিক্রয় চক্রের সদস্য ইব্রাহিম মোল্লাকে (২২) আটক করেছে র‌্যাব। সোমবার (২৫ অক্টোবর) গভীর রাতে তাদের আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খানজাহান আলীর মোড় এলাকা থেকে ১০০টি ১ হাজার টাকার জালনোট, ৩টি সিম কার্ড, ২টি মুঠোফোন ও নগদ ১ হাজার ৩০৫ টাকাসহ তাদের আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা।

আটক ইব্রাহিম মোল্লা বাগেরহাট সদর উপজেলার কুলিয়াদাড় গ্রামের বিল্লাল মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বাগেরহাট মডেল থানায় সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর  সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বজলুর রশীদ।

তিনি জানান, বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলীর মোড় এলাকা থেকে ইব্রাহিম মোল্লা নামের জালনোট তৈরি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে জালনোট, সিমকার্ড, মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo