• উদ্যোক্তা খবর

চন্দনাইশে ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

  • উদ্যোক্তা খবর
  • ১৯ অক্টোবর, ২০২১ ১৭:১৮:০৯

ছবিঃ সিএনআই

মো. মোজাহেরুল কাদের, চট্টগ্রাম জেলা প্রতিনিধি (দক্ষিণ) ‘হাসবে রোগী বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করিলে রক্তদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে ফ্রি ব্লাড  গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন করেছেন, সাতবাড়ীয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার সোসাইটি। ১৮ অক্টোবর (সোমবার) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ সব কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের এডমিন সাদেক হোসেন নিরু, মোহাম্মদ হাবিবুল্লাহ।

মডারেটর শৈকত বডুয়া, ইরফান উল্লাহ। সদস্য শাহাদাত হোসেন, মো. তানবীর, মোবারক, মাইনুল নাজিম, জাহেদ, ইয়াসিন এবং প্রাইম কোচিং সেন্টারের শিক্ষক ফজলুল হক জিতু, মো. জহির, বোরহান উদ্দিন প্রমুখ। এই পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বহু মানুষকে বিভিন্ন সময়ে রক্তের প্রয়োজনে রক্তদাতা দিয়ে সহযোগীতা করে আসছেন। 

মন্তব্য ( ১)





image
  • company_logo