• আন্তর্জাতিক

পাক বিমান সংস্থা পিআইএ’র কার্যক্রম বন্ধের হুমকি তালেবানের

  • আন্তর্জাতিক
  • ১৪ অক্টোবর, ২০২১ ১৮:৩৮:৩৫

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ’র কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তালেবান। একই সঙ্গে আফগানিস্তানের বেসরকারি বিমান সংস্থা কাম এয়ারের কারযক্রম বন্ধ করে দেওয়া হতে পারে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে। আফগানিস্তানের স্থানীয় একটি সংবাদ সংস্থা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

এক বিবৃতিতে আফগান বেসামরিক বিমান চলাচল সংস্থা জানায়, ওই দুটি বিমান সংস্থা যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভাড়া না নেয়, তাহলে কাবুল থেকে ইসলামাবাদের ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে। 

নীতিমালা ভঙ্গ করলে বিমান সংস্থা দুটিকে জরিমানার পাশাপাশি শাস্তিও দেওয়া হবে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।  পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ কাবুল থেকে ইসলামাবাদে যাওয়ার টিকেটের দাম আড়াই হাজার ডলার নির্ধারণ করার পর তালেবান সরকারের পক্ষ থেকে ওই বিবৃতি দেওয়া হয়।  বিবৃতিতে নীতিমালা ভঙ্গের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অভিযোগ করে প্রশাসনকে সহযোগিতা করার ব্যাপারে যাত্রীদের অনুরোধ করা হয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo