• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

শিবালয়ে মা ইলিশ ধরার অপরাধে ৩ জনকে জেল-জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ১২ অক্টোবর, ২০২১ ১০:৩৩:৪৫

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধিঃ  মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ ধরার অপরাধে ৩জনকে আটক করে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১১ অক্টোবর)শিবালয় উপজেলার পদ্মা-যমুনা নদীতে মা ইলিশ রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা।

এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ৩ জনকে আটক করা হয়। আটককৃত ২ জনকে মৎস্য সংরক্ষণ আইনে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বয়স বিবেচনায় ০১ জনকে ৫০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত ১৫ কেজি মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা, শিবালয় থানা পুলিশ ও আনসার বাহিনী।

এ ব্যাপারে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলমান থাকবে। ইলিশ শিকারের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবেনা।যেকোনো তথ্য দিয়ে আমাদের সাথে থাকুন,ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করুন।

মন্তব্য ( ০)





  • company_logo