• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

ইলিশ রক্ষার অভিযানে ইউএনওর নৌযান ডুবিয়ে দেওয়ার চেষ্টা

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৮ অক্টোবর, ২০২১ ১৪:৫৮:৫৫

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বরিশালের মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার বাড়ি ঘাট সংলগ্ন গজারিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে নামায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্পিডবোট ডুবিয়ে দেয়ার চেষ্টা চালিয়েছেন অসাধু কয়েকজন জেলে।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই জেলেরা শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্পিডবোটকে সজোরে ধাক্কা দেয়। এত স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য আঘাত পেয়ে নদীতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করা হলেও এক আনসার সদস্যের আগ্নেয়াস্ত্র (শটগান) নদীতে তলিয়ে যায়।

আহত আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারে গজারিয়া নদীতে তল্লাশি শুরু করেছেন বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশনের ডুবুরিরা।

মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য ( ০)





  • company_logo