• অর্থনীতি

পণ্য রফতানি আয়ে রেকর্ড

  • অর্থনীতি
  • ০৫ অক্টোবর, ২০২১ ১৭:৩৩:৩১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মহামারির মাঝেও চলতি ২০২১–২২ অর্থবছরের তৃতীয় মাস (সেপ্টেম্বর) শেষে পণ্য রফতানি আয়ে রেকর্ড হয়েছে। মাসজুড়ে ৪১৬ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৩৫ হাজার ৬১০ কোটি টাকা (এক ডলার সমান ৮৫ টাকা ৫০ পয়সা)। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ইপিবি জানায়, চলতি ২০২১-২২ অর্থবছরের সেপ্টেম্বরে বিভিন্ন পণ্য রফতানি করে বাংলাদেশ ৪১৬ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে, যা গত বছরের সেপ্টেম্বরের চেয়ে ৩৮ শতাংশ বেশি। ২০২০ সালের সেপ্টেম্বরে পণ্য রফতানি থেকে ৩০১ কোটি ৮০ লাখ ডলার আয় হয়েছিল।

জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট ১ হাজার ১০২ কোটি ২০ লাখ (১১ দশমিক ০২ বিলিয়ন) ডলার আয় করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৩৭ শতাংশ বেশি।

২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময় পণ্য রফতানি থেকে ৯৮৯ কোটি ৭০ লাখ ডলার আয় করেছিল বাংলাদেশ।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত তিন মাসে মোট রফতানি আয়ের ৮২ দশমিক ২০ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে।

মন্তব্য ( ০)





  • company_logo