• অপরাধ ও দুর্নীতি

গোপালপুরে মূল্য তালিকা ও লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ কীটনাশকের দোকানে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৫ অক্টোবর, ২০২১ ১৪:৫৬:২৪

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি:  টাঙ্গাইলের গোপালপুরে মূল্য তালিকা প্রদর্শন ও লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় দুইজন সার ও কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । সোমবার (৪ অক্টোবর) কোনাবাড়ী বাজারের মেসার্স গণেশ ট্রেডার্স ও মেসার্স মনির ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন ও কীটনাশক লাইসেন্স দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতে চার হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা, এসময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি অফিসার এ এম শহীদুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুল হালিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল পারভেজ তমাল, এসআই শরিফুল ইসলাম আরণ্যক ও পুলিশের সদস্যবৃন্দ। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা জানান,যেসব দোকানে মূল্য তালিকা ও লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি, আগামীতেও অভিযান অব্যাহত থাকবে ।

মন্তব্য ( ০)





  • company_logo