• খেলাধুলা

নেপালি লিগে অবশেষে রানে ফিরলেন তামিম

  • খেলাধুলা
  • ০৪ অক্টোবর, ২০২১ ১৬:২৭:০৫

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) ক্রিকেটে খেলতে গিয়ে প্রথম দুই ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে তৃতীয় ম্যাচে এসে রানের দেখা পেয়েছেন তামিম, অল্পের জন্য পাননি ফিফটির দেখা।

সোমবার সকালে চিতান টাইগার্সের বিপক্ষে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে তামিম ইকবালের ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটরস। আগে ব্যাট করে চিতান করেছিলো ১৬৪ রান। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৭.৫ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে ভৈরাহাওয়া।

রান তাড়া করতে নেমে তামিম ইকবাল ও প্রদীপ আইরির উদ্বোধনী জুটিতে মাত্র ১০.৫ ওভারেই আসে ১০৬ রান। যা গড়ে দেয় জয়ের ভিত। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৪০ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন তামিম। তার ইনিংসে ছিলো ৫ চার ও ১ ছয়ের মার।

আরেক ওপেনার প্রদীপ খেলেছেন ৮ চার আও ৩ ছয়ের মারে ৪৩ বলে ৭২ রানের ইনিংস। তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া তিনটি করে চার ও ছয়ের মারে মাত্র ১৯ বলে ৩৯ রান করেন উপুল থারাঙ্গা। যা দলের জয় তরানিত্ব করে দিয়েছে।

এর আগে চিতানের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন করিম জানাত, তবে খেলেন ৩৭টি বল। এছাড়া মোহাম্মদ শাহজাদ ২৪ বলে ৩২ ও সেকুগে প্রসন্ন ১১ বলে ২৪ রান করে দলকে ১৬৪ রান পর্যন্ত নিয়ে যান। তামিমদের পক্ষে ৩ উইকেট নেন অভিনাশ বোহারা।

এ জয়ের সুবাদে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ভৈরাহাওয়া। প্রথম রাউন্ডে তামিমদের শেষ ম্যাচ মঙ্গলবার। বাংলাদেশ সময় সকাল পৌনে দশটায় তাদের প্রতিপক্ষ কাঠমান্ডু কিংস এলেভেন।

মন্তব্য ( ০)





  • company_logo