• অপরাধ ও দুর্নীতি

আনোয়ারায় ট্রাকে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানোর দায়ে জরিমানা আদায়

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৪৫:৩১

ছবিঃ সিএনআই

আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় ট্রাকে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজিয়ে পারকি বিচে যাওয়ার পথে বুলেট গ্রুপ নামে কিছু স্কুলছাত্র কে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১টায় পটিয়া থেকে ট্রাকে সাউন্ডবক্স লাগিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে পারকি বীচে যাচ্ছে এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী স্কুলছাত্র টিম বুলেট গ্রুপকে ২ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।এবং তাদেরকে মৌখিক সতর্কতা অবলম্বনের নিদর্শনা প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান, টিম বুলেট গ্রুপের মোটামুটি সবাই স্কুলছাত্র। পটিয়া থেকে উচ্চস্বরে গান বাজিয়ে পারকি বীচে যাচ্ছে। ড্রাইভারের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। প্রাথমিকভাবে গাড়ী আটক করে রাখা হয়। উচ্চস্বরে গান বাজাবে না মর্মে অঙ্গীকার করায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ছাড়া পায়।

মন্তব্য ( ০)





  • company_logo